ISRO তে চাকরি করার দুর্দান্ত সুযোগ, মাধ্যমিক পাশেই নিয়োগ চলছে একাধিক পদে। ISRO-র বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) থেকে জারি করা হয়েছে চাকরির আমন্ত্রণ। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী লাইট ভেইকেল ড্রাইভার এবং হেভি ভেইকেল ড্রাইভার মিলিয়ে মোট ১৮টি শূন্য পদে নিয়োগ করতে চলে ISRO বিক্রম সারাভাই স্পেস সেন্টার।
ড্রাইভারের উক্ত ১৮ টি পদের মধ্যে লাইট ভেইকেল ড্রাইভার (LVD) পদের ৯টি এবং হেভি ভেইকেল ড্রাইভার (HVD) পদের ৯টি শূন্য পদে নিয়োগ হবে। এই ১৮টি পদের মধ্যে SC প্রার্থীদের জন্য ২টি পদ, EWS প্রার্থীদের জন্য ২টি পদ, OBC প্রার্থীদের জন্য ৪টি পদ, এক্স-সার্ভিসমান প্রার্থীদের জন্য ২ পদ বরাদ্দ করা হয়েছে। এছাড়া বাকি পদ গুলি আনরিসার্ভ থাকবে বলে জানানো হয়েছে।
উক্ত লাইট ভেইকেল ড্রাইভারের পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ন্যূনতম লাইট ভেইকেল চালানোর ৩ বছরের অভিজ্ঞতা সহ LVD লাইসেন্স থাকতে হবে।
অন্যদিকে হেভি ভেইকেল ড্রাইভার পদের জন্য প্রার্থীকে দশম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে HVD লাইসেন্স এবং পাবলিক সার্ভিস ব্যাজ থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর কাছে ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে যার মধ্যে ৩ বছর হেভি ভেইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনের বিষয়ে ISRO বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে জানানো হয়েছে যে, উক্ত পদের জন্য ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার মাসিক বেতন দেওয়া হবে।
উক্ত ড্রাইভার পদের আবেদন পক্রিয়া আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে এবং ২৭শে নভেম্বর পর্যন্ত চলবে। এক্ষেত্রে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনের জন্য ১৩ই নভেম্বর থেকে একটি পোর্টাল চালু করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন