ITPO Recruitment: ৬০ হাজারের বেতনে নিয়োগ চলছে ITPO তে, আগামী ১৯শে নভেম্বরের মধ্যে করুন আবেদন

Recruitment is going on in ITPO with a salary of 60 thousand

ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO) নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। ইয়ং প্রফেশনালের ২০ টি পদে চলছে নিয়োগ। আসুন জেনেনি উক্ত পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, এবং বেতন সম্পর্কে।

ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের তরফে গত ২০ই অক্টোবর কাটি বিজ্ঞপ্তি জারি করে ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য আবেদন করা হয় চাকরি প্রার্থীদের। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২০ টি শূন্য পদে এই নিয়োগ হচ্ছে বলে জানা গেছে।

ITPO-র ইয়ং প্রফেশনাল পদে আবেদন করার শিক্ষাগত বিষয়ে জানানো হয়েছে যে, উক্ত পদে আবেদন করার যোগ্যতা ন্যূনতম ৭০ শতাংশ নম্বর সহ Civil/Electrical/Mechanical/Electronics/IT/Computer বিষয়ে প্রার্থীকে B.E অথবা B.Tech হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে ২ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে হবে। এবিষয়ে অতিরিক্ত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

ইয়ং প্রফেশনাল পদের বয়সসীমা ৩২ বছর রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন।

উক্ত পদের বেতনের কথা বললে, জানানো হয়েছে যে, ৬০ হাজারের মাসিক বেতনে এই নিয়োগ করা হচ্ছে।

আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে, ফিলআপ করে [email protected] ইমেলে মেল করতে হবে। এক্ষেত্রে আগামী ১৯শে নভেম্বরের মধ্যে এই আবেদন প্রক্রিয়াটি চালু থাকবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন