দিল্লি বিশ্ববিদ্যালয়ের দীনদয়াল উপাধ্যায় কলেজ ৩৯টি সহকারী অধ্যাপক পদের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৭শে নভেম্বরের মধ্যে অনলাইনে করতে হবে আবেদন। অসুন বিস্তারিত জেনেনি এই নিয়োগ সম্পর্কে।
দীনদয়াল উপাধ্যায় কলেজের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, সহকারী অধ্যাপকের ৩৯ টি খালি পদে নিয়োগ করা হবে। উক্ত ৩৯টি পদের মধ্যে PwBD প্রার্থীদের জন্য ২টি, EWS প্রার্থীদের জন্য ৪টি, OBC প্রার্থীদের জন্য ১২টি, ST প্রার্থীদের জন্য ৩টি, SC প্রার্থীদের জন্য ৭টি পদ বরাদ্দ করা হয়েছে। এছাড়া ১১ টি পদ আনরিসার্ভ রাখা হয়েছে।
দীনদয়াল উপাধ্যায় কলেজের উক্ত সহকারী অধ্যাপক পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সম্পর্কে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ করা হচ্ছে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ২৭শে নভেম্বরের মধ্যে https://colrec.uod.ac.in/ পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার জন্য UR/OBC/EWS শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। SC/ST/PwD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পোর্টাল ▶ ক্লিক করুন
চাকরির বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন