FSNL Recruitment: এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

Job opportunities in FSNL for various posts including Executive

Ferro Scrap Nigam Limited (FSNL) এর তরফে জারি করা হয়েছে এক্সিকিউটিভ পদের চাকরির আমন্ত্রণ। উক্ত আমন্ত্রণ অনুযায়ী এক্সিকিউটিভ, ম্যানেজার সহ বিভিন্ন বিভাগের মোট ২০ টি পদে চলছে নিয়োগ। আসুন দেখেনি উক্ত পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা এবং বেতন সম্পর্কে।

ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অপারেশন ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার এবং এসিস্টেন্ট ম্যানেজারের ৯ টি পদে নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার এবং এসিস্টেন্ট ম্যানেজারের ১১ টি খালি পদে নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে মোট ২০ টি পদে নিয়োগ করা হচ্ছে।

অপারেশনস ডিপার্টমেন্ট এর শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মাইনিং/মেটালার্জিক্যাল/প্রোডাকশনে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ধারী হতে হবে।

মেইনটেনেন্স ডিপার্টমেন্ট এর শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/অটোমোবাইল/ইলেকট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স-এ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ধারী হতে হবে।

উক্ত এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার এবং এসিস্টেন্ট ম্যানেজারের পদ গুলির শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক পপ্রার্থীরা অনুগ্রহ করে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর তরফে জানানো হয়েছে যে, এক্সিকিউটিভ পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে। একই ভাবে জুনিয়র ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ৩০ বছরের নিচে এবং এসিস্টেন্ট ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ৩৪ বছরের কম হতে হবে।

বেতনের কথা বললে, ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড জানিয়েছে যে, এক্সিকিউটিভ পদের জন্য ৩০ হাজার থেকে ১,২০,০০০ টাকার মাসিক বেতন, জুনিয়র ম্যানেজার পদের জন্য ৪০ হাজার থেকে ১,৪০,০০০ টাকার মাসিক বেতন এবং এসিস্টেন্ট ম্যানেজার পদের জন্য ৫০ হাজার থেকে ১,৬০,০০০ টাকার মাসিক বেতন দেওয়া হবে।

উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের https://fsnl.nic.in/career.php পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে গত ৪ই নভেম্বর থেকে আবেদন পক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২৫শে নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। উক্ত পদে আবেদন করার জন্য SC/ST/এক্স-সার্ভিসমান ছাড়া সকল প্রার্থীদের ৫০০ টাকার আবেদন ফি দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ https://fsnl.nic.in/career.php

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন