EPFO: জারি হলো PF অ্যাকাউন্টের সুদ, আপনি কত টাকা পেলেন দেখে নিন এই পদ্ধতিতে

how to check pf account balance

ধনতেরাসে শুভ মুহূর্তে জারি হলো ব্যক্তিগত ভবিষ্য তহবিল (PF) অ্যাকাউন্টের সুদ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই সুদের টাকা জমা পড়তে শুরু করেছে সুবিধাভোগীদের PF অ্যাকাউন্টে। কেন্দ্রীয় মন্ত্রালয়ের তরফে ধনতেরাসের দিন এই সুখবর জারি করা হয়।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাম্প্রতিক বিবৃতি অনুসারে, ইপিএফও ইতিমধ্যে ২৪ কোটিরও বেশি অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়েছে।

বেশিরভাগ লোকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পরে গেলেও ইপিএফও জানিয়েছে কিছু কিছু ব্যাক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু সময় লাগতে পারে। এদিন ইপিএফওর তরফে আরো জানানো হয় যে, ২০২২-২৩ আর্থিক বছরের PF অ্যাকাউন্টের সুদ ৮.১৫ শতাংশ হিসেবে দেওয়া হচ্ছে।

আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়লো অথবা টাকা আদেও জমা পড়েছে কি না তা যাচাই করেনিন নিম্নের পদ্ধতিতে।

আপনি মূলত, EPFO ওয়েব পোর্টাল, UMANG অ্যাপ, এসএমএস ও মিসড কলের মাধ্যমে ইপিএফ ব্যালেন্স চেক করতে পারেন। আসুন এই পদ্ধতি গুলিকে একে একে দেখেনি।

EPFO ওয়েব পোর্টালের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক

ওয়েব পোর্টালের মাধ্যমে ইপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনাকে সবার প্রথমে https://www.epfindia.gov.in/ পোর্টালে যেতে হবে।
এরপর Services বিভাগের For Employees বিকল্পে ক্লিক করতে হবে।
তারপর নিচে দেওয়া SERVICES বিভাগের Member Passbook বিকল্পে ক্লিক করতে হবে।
তারপর আপনার UAN নম্বর দিয়ে লগইন করে আপনি আপনার PF অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।

UMANG অ্যাপের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক

উমং (UMANG) অ্যাপ এর মাধ্যমে পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর EPFO পরিষেবার জন্য অ্যাপে লগইন করতে হবে। লগইন করার পর “Employee-centric service” বিভাগের অন্তর্গত “Service” বিভাগের “View Passbook” বিকল্পে যেতে হবে। উক্ত পাশ বুক থেকে যায়নি আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।

এসএমএসের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক

এসএমএসের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনার UAN এবং EPFO ​​সংযুক্ত থাকতে হবে। যদি আপনার UAN এবং EPFO ​​সংযুক্ত থাকে তাহলে আপনি 7738299899 নম্বরে “EPFOHO UAN BEN” অথবা “EPFOHO UAN ENG” লিখে পাঠালেও আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।

মিসড কলের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক

যদি আপনার প্যান, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ UAN এর সাথে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি 011-22901406 নম্বরে মিসড কল করে আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন