বর্তমানে ব্যাঙ্ক আকাউন্ট খোলা থেকে শুরু করে বড়ো অংকের টাকা লেনদেন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো প্যান কার্ড। আমাদের প্যান কার্ডেই আমাদের যাবতীয় লেনদেনের তথ্য সঞ্চিত থাকে। তাই এই প্যান কার্ডকে সর্বদা সঠিক এবং নির্ভুল তথ্যের সাথে তৈরী করা উচিত।
তবে অনেকে সময় বিয়ের কারণে অথবা ঠিকানা পরিবর্তনের কারণে বদলে যাই আমাদের পদবি ও ঠিকনা। যার ফলে আমাদের প্যান কার্ডে নাম-ঠিকনাও পরিবর্তন করতে হয়। আজকের এই প্রতিবেদেনের মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে বাড়িতে বসে খুব সহজেই প্যান কার্ডের পদবি ও ঠিকানা কিভাবে পরিবর্তন করতে হয়।
প্যান বা পার্মানেন্ট আকাউন্ট নম্বর হলো একটি দশ ডিজিটের আলফানিউমেরিক নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আয়কর কর্তৃপক্ষ আপনার সমস্ত আর্থিক লেনদেনের ওপর নজর রাখে। এই প্যান কার্ডে পদবি অথবা ঠিকানাতে পরিবর্তন করার জন্য আপনাকে সবার প্রথমে NSDL এর প্যান কার্ড তৈরী ও আপডেট করার পোর্টাল https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html এ যেতে হবে।
NSDL এর পোর্টালে গিয়ে Application Type বিভাগের অন্তর্গত Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card (No changes in existing PAN Data) অপশানটি সিলেক্ট করে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক ভাবে দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
এক্ষেত্রে আপনাকে আপনার ঠিকানা এবং নামের প্রমান হিসাবে আপনার আধার কার্ডটি আপলোড করতে হবে। তারপর ১০৭ টাকার অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনার প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে।