EPFO আকাউন্টের এই সুবিধার ব্যাপারে জানেন না অনেকেই, আকাউন্ট হোল্ডারের পরিবারের জন্য রয়েছে ৭ লক্ষ টাকার এই বিশেষ সুবিধা।

আজকের দিনে সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কম্পানির কর্মচারি প্রায় সকল ধরণের কর্মাচারীদেরই পিএফ আকাউন্ট রয়েছে। এই পিএফ আকাউন্টের বেসিক সুবিধা গুলি ব্যাপারে আমরা সকলেই জানি। তবে আপনি কি EPFO আকাউন্টের ৭ লক্ষ টাকার বীমার ব্যাপারে জানেন, হয়তো না। আজকের এই প্রতিবেদনে আমরা এই EPFO আকাউন্টের ৭ লক্ষ টাকার বীমা নিয়েই আলোচনা করবো।

সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কম্পানির কর্মচারি সবার জন্যেই এই EPFO আকাউন্টের ৭ লক্ষ টাকার বীমার সুবিধা রয়েছে। তবে এই সুবিধার ব্যাপারে সকলে না জানার ফলে তারা এই সুবিধাটি নিতে পারেনা। EPFO আকাউন্টের এই ৭ লক্ষ টাকার বীমার সকল পিএফ আকাউন্ট হোল্ডারদের বিনামূল্যে প্রদান করা হয়।

প্রসঙ্গত EPFO আকাউন্ট হোল্ডারের যদি অসুস্থতা কিংবা কোনো দুর্ঘটনাবসত মৃত্যু হয় তাহলে তার পরিবারকে সর্বোচ্চ ৭ লক্ষ টাকার বীমা কভারেজ দেওয়া হয়। এক্ষেত্রে কর্মচারীর গত এক বছরের মাসিক গড় বেতনের ৩৫ গুন টাকা বীমা কভারেজ হিসাবে দেওয়া হয়। এখানে মাসিক বেতন বেসিক ও DA মিলিয়ে হিসাব করা হয়। যদিও এই টাকা কোনো মানুষের জীবনের সমতুল্য নয় তবুও এই টাকা দিয়ে মৃত ব্যাক্তির পরিবার একটু আর্থিক সুবিধা পাবে।

DA বৃদ্ধি নিয়ে নতুন দাবি, ৬ এর বদলে ৯ শতাংশ হারে DA এর দাবি রাখলো সরকারি কর্মচারীরা।

তবে জানিয়ে রাখা দরকার যে, এই বীমা কভারেজ শুধু মাত্র কর্মরত কর্মচারীদের মৃত্যুর জন্যেই দেওয়া হয়। অর্থাৎ যদি কোনো ব্যাক্তির মৃত্যু কাজ ছাড়ার পর হয় তাহলে এই বীমা কভারেজ ক্লেম করা যাবে না।

এই জীবন বীমা মূলত মৃত ব্যাক্তির পরিবার, তার উত্তরাধিকারী অথবা EPFO আকাউন্টের নমিনি ক্লেম করতে পরাবে। তবে অন্যান্য জীবন বীমার মতনই এই জীবন বীমা ক্লেম করার জন্য মৃত ব্যাক্তির মৃত্যু সার্টিফিকেট ও ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে।

এই ধরেন আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রূপে যুক্ত হন।

আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👉যুক্ত হন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন