SBI Recruitment: বিপুল সংখ্যায় নিয়োগ করছে SBI, ৮২৮৩ টি শূন্য পদে নিয়োগ চলছে

SBI is recruiting for 8283 vacancies

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির দুর্দান্ত সুযোগ, বিপুল সংখ্যাই নিয়োগ করছে এসবিআই। SBI ক্লার্ক এর ৮২৮৩ টি শূন্য পদে চলছে নিয়োগ। আসুন জেনেনি উক্ত পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বেতন ইত্যাদি সম্পর্কে।

SBI দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র অ্যাসোসিয়েটস এর ৮২৫৩ পদে এই নিয়োগ হবে। এই বিপুল সংখক পদের মধ্যে দেশের ভিন্ন ভিন্ন রাজ্য এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে মোট ১১৪ টি পদে নিয়োগ করা হবে। তবে প্রার্থীরা চাইলেই অন্য রাজ্যের খালি পদে আবেদন করতে পারবে।

SBI দ্বারা জারি করা এই জুনিয়র অ্যাসোসিয়েটস পদে আবেদন করার জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অতিরিক্ত জানার জন্য অনুগ্রহ করে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

অন্যদিকে বয়সসীমার দিক থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য পপ্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার ছাড় দেওয়া যেতে পারে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৭ই নভেম্বর, ২০২৩ থেকে এই পদে নিয়োগের জন্য আবেদন পক্রিয়া শুরু করেছে। যা আগামী ৭ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা sbi.co.in এর ক্যারিয়ার বিভাগ থেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি হিসাবে দিতে হবে। SC, ST, PwBD, ESM, DESM প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন