ওডিশা মাইনিং কর্পোরেশন লিমিটেড (OMC Limited) নন-এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য জারি করেছে আমন্ত্রণ পত্র। যোগ্য প্রার্থীরা omcltd.in-এ OMC লিমিটেডের অফিসিয়াল সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগটি বিভিন্ন বিভাগের মোট ১০০টি শূন্য পদ পূরণ করার জন্য করা হচ্ছে।
নিয়োগের বিবরণ:- OMC লিমিটেড এর তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই ১০০ টি শূন্য পদের মধ্যে মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার এর ২০টি পদে, ইলেকট্রিকাল জুনিয়র ইঞ্জিনিয়ার এর ১৪টি পদে, সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার এর ১৬টি পদে, জুনিয়র নার্স এর ১১টি পদে, জুনিয়র ফার্মাসিস্ট এর ৯টি পদে এবং ইলেকট্রিশিয়ান এর ৩০টি পদে নিয়োগ করা হচ্ছে।
এই ১০০টি শূন্য পদের মধ্যে ২৩টি পদ ST, ২১টি পদ SC, ১৪টি পদ SEBC প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৪২টি পদ আনরিসার্ভ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওডিশা মাইনিং কর্পোরেশন লিমিটেড।
বয়সসীমা:- উক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জানিয়ে রাখি যে, ওডিশা মাইনিং কর্পোরেশন লিমিটেড এই পদ গুলির জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর রেখেছে। এক্ষেত্রে সকরারি নিয়ম অনুযায়ী বিশেষ শ্রেণীর প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে OMC লিমিটেড।
শিক্ষাগত যোগ্যতা:- OMC লিমিটেডের উক্ত পদ গুলির শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানার জন্য অনুগ্রহ করে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বেতন:- মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিকাল জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য OMC লিমিটেড ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকার মাসিক বেতন নির্ধারিত করেছে। অন্যদিকে জুনিয়র নার্স এবং জুনিয়র ফার্মাসিস্ট এর জন্য ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা এবং ইলেকট্রিশিয়ান এর জন্য ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকার মাসিক বেতন দেওয়া হবে।
উক্ত পদে আবেদন করার জন্য করার জন্য প্রার্থীদের ৫০০ টাকার আবেদন ফি দিতে হবে. এক্ষেত্রে SC/ST/PwBD ইত্যাদি প্রার্থীদের আবেদন ফি মাফ করা হয়েছে। আবেদন পক্রিয়া ১৭ই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী ৮ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। omcltd.in পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন