KRCL Railway Recruitment: ১৯০ টি শূন্য পদে নিয়োগ চলছে রেলওয়েতে, আবেদন করুন অনলাইনে

Konkan Railway is recruiting for 190 vacancies

বিপুল সংখ্যায় নিয়োগ চলছে কোঙ্কণ রেলে। ১৯০ টি শূন্য পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে কোঙ্কণ রেল। এপ্রেন্টিসের বিভিন্ন পদে এই নিয়োগ হতে চলছে। আসুন জেনেনি, এই নিয়োগ সম্পর্কে।

কোঙ্কণ রেল দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই ১৯০ টি পদের মধ্যে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৩০ টি পদে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ২০ টি পদে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ১০ টি পদে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ২০ টি পদে, সিভিল ডিপ্লোমার ৩০ টি পদে, ইলেকট্রিকাল ডিপ্লোমার ২০ টি পদে, ইলেকট্রনিক্স ডিপ্লোমার ১০ টি পদে, মেকানিক্যাল ডিপ্লোমার ২০ টি পদে, জেনারেল স্ট্রিম গ্রাজুয়েটের ৩০ টি পদে নিয়োগ হচ্ছে।

উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য কোঙ্কণ রেলের তরফে জানানো হয়েছে যে, গ্রাজুয়েট এপ্রেন্টিস পদ গুলির জন্য প্রার্থীকে ন্যূনতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তালিকাভুক্ত ক্ষেত্র গুলিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে।

অন্যদিকে টেকনিশিয়ান (ডিপ্লোমা) এপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কেন্দ্রীয়/রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তালিকাভুক্ত যেকোনো ক্ষেত্রে ডিপ্লোমা ধারক হতে হবে।

বয়সসীমার দিক থেকে প্রার্থীকে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে বলে জানিয়েছে কোঙ্কণ রেল। এবিষয়ে জানানো হয়েছে যে প্রার্থীর জন্মতারিখ পয়লা সেপ্টেম্বর ১৯৯৮ থেকে পয়লা সেপ্টেম্বর ২০০৫ তারিখের মধ্যে হতে হবে।

সমস্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারিত করা হয়েছে। এক্ষেত্রে ST, SC, EWS, অল্পসংখক ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের konkanrailway.com পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, আগামী ১০ই ডিসেম্বর ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন