ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ান লিমিটেড (BECIL) নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। গত ৮ই নভেম্বর BECIL একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ফিজিওথেরাপিস্ট, DEO, MTS সহ বিভিন্ন পদের মোট ১১০ টি শূন্য পদে নিয়েগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে।
উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র ফিজিওথেরাপিস্ট এর ১টি পদে, MTS এর ১৮টি পদে, DEO -র ২৮টি পদে, OT টেকনোলজিস্ট এর ৮টি পদে, PCM এর ১টি পদে, EMT -র ৩৬টি পদে, ড্রাইভারে ৪টি পদে, MLT-র ৮টি পদে, PCC -র ৩টি পদে, রেডিওগ্রাফারের ২টি পদে এবং ল্যাব অ্যাটেনডেন্ট এর ১টি পদে নিয়োগ করা হচ্ছে।
ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত করা হয়েছে এই নিয়োগে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে ডিগ্রি সকল বিভাগেই চাকরির সুযোগ রয়েছে। তাই এবিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন। একই সঙ্গে বয়সসীমাও অফিসিয়াল বিগুপ্তিতে দেওয়া রয়েছে।
এক্ষেত্রে উক্ত পদ গুলির জন্য ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ান লিমিটেড ১৮ হাজার ৪৮৬ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকার মাসিক বেতন নির্ধারিত করেছে।
উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য জেনারেল, OBC, প্রাক্তন-সার্ভিসম্যান ও মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকার আবেদন ফি দিতে হবে। অন্যদিকে SC/ST/EWS/PH শ্রেণীর প্রার্থীদের ৫৩১ টাকা আবেদন ফি হিসাবে দিতে হবে।
এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা www.becil.com ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উক্ত পোর্টালের ক্যারিয়ার বিভাগে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। ফর্মটি ফিলাপ করে আবেদন ফি জমা করলেই উক্ত চাকরির জন্য আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন