Madhyamik Pariksha: ২০ তারিখের আগে এই কাজ না সারলে বসতে পারবেনা মাধ্যমিক পরীক্ষাতে! সময় থাকতে এই কাজটি করে নিন।

এই মুহূর্তের সবথেকে বড়ো খবর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে ২০ তারিখের মধ্যে করতে হবে অ্যাডমিট কার্ড সংশোধনের আবেদন, নাহলেই পরীক্ষার্থীরা বসতে পারবেনা মাধ্যমিক পরীক্ষাতে। জানুন বিস্তারিত।

হাতে গোনা আর মতো কটা দিন। তারপরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা। আর এরই মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেলো যে, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে অ্যাডমিট কার্ড সংশোধনের আবেদন।

প্রসঙ্গত গত ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ অ্যাডমিট কার্ড সম্পর্কিত এক বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থীদের ১৫ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীদের নিজ নিজ স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পরামর্শ দিয়েছে পর্ষদ।

(Madhyamik Routine 2023) আবারো বদলে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার রুটিন, জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে নতুন বিভ্রান্তি।

তবে অনেক সময়ই বেশ কিছু ছাত্র ছাত্রীর অ্যাডমিট কার্ডে নাম, রোল নম্বর ভুল দেখা যায়। এই সকল ছাত্র ছাত্রীদের উদ্যেশে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে আগামী ২০ ফেব্রুয়ারি, সোমবারের আগে এই ভুল সংশোধন করার জন্য করতে হবে আবেদন। নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

এপ্রসঙ্গে ছাত্র ছাত্রীদের নিজ নিজ বিদ্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। তবে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে অ্যাডমিট কার্ডে ভুল ত্রুটি থাকলে ছাত্র ছাত্রীদের ২০ তারিখের মধ্যে পর্ষদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলিতে লিখিত আবেদন করতে হবে।

Medhasree Scheme: হাজার হাজার ছাত্র ছাত্রীদের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। জানুন করা পাচ্ছে এই টাকা।

এ বিষয়ে আরো জানিয়ে রাখি যে এবছর মাধ্যমিক পরীক্ষা ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবং ৩রা মার্চ, শুক্রবার শেষ হচ্ছে। এছাড়াও ৪ঠা মার্চ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ও ৬, ৯, ১০, ১১, ১৩ই মার্চ ফিজিকাল এডুকেশন এবং সোশ্যাল সার্ভিসের পরীক্ষা হবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন