অবশেষে বাজারে এলো Jio Phone Prima ফোন। মুকেশ আম্বানির Jio সংস্থার 4G ফোন পোর্টফোলিওতে যুক্ত হলো আরো একটি নতুন 4G ফোন। এই ফিচার ফোনটি সবার প্রথমে ২০২৩ এর মোবাইল কংগ্রেসে অনুষ্ঠানে প্রকাশিত হয়েছিল। Jio-র এই 4G ফোনটি একটি টিএফটি ডিসপ্লে, KaiOS অপারটিং সিস্টেম এবং ভালো কোয়ালিটির ছবি কলার জন্য সেলফি এবং মেইন ক্যামেরার সঙ্গে বাজারে এসেছে।
ফোনটির মূল্য, প্রাপ্যতা এবং অফার সম্পর্কে জানানো হয়েছে যে, Jio Prima 4G বাজারে ২৫৯৯ টাকায় উপলব্ধ করা হয়েছে। এক্ষেত্রে RelianceDigital.in, JioMart Electronics, Amazon.in থেকে অনলাইনে এই ফোনটি কেনার সুবিধা প্রদান করা হয়েছে। পাশাপাশি দোকানেও কিনতে পাওয়া যাবে এই ফোন.
Jio Phone Prima 4G ফোনটি 512MB RAM, ARM Cortex A53 প্রসেসর, KaiOS অপারেটিং সিস্টেমের সাথে বাজারে লঞ্চ করা হয়েছে। আপনি ম্যাক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত স্টোরেজ ব্যবহার করার সুবিধাও পাবেন এই ফোনে।
অন্যদিকে সংযোগের পরিপ্রেক্ষিতে, Jio Phone Prima 4G ফোনে ব্লুটুথ 5.0 নিয়ে রেয়ছে। এবং ব্যাটারিরি দিক থেকে ফোনটিতে একটি 1800mAh ব্যাটারি প্রদান করছে Jio সংস্থা। ৷
ভিডিও কলিং এবং ফটোগ্রাফির জন্য ডিজিটরও রয়েছে এবং এর সাথে বিনোদনের জন্য ইউটিউব, জিও টিভি, জিও সিনেমা, জিও সাভন এবং জিও নিউজ-এর মতো প্রি-স্টল করা অ্যাপও রয়েছে এই ফোনে। পাশাপাশী UPI এর সুবিধা নেওয়ার জন্য এতে UPI অ্যাপও রয়েছে।