এবছর থেকে বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নিয়ম। এবিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্যের স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলির উদ্যেশে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। উক্ত নির্দেশিকা অনুযায়ী ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা প্র্যাকটিক্যালের নম্বর আর অফলাইন পদ্ধতিতে জমা করা যাবে না। এবার থেকে অনলাইনের মাধ্যমে প্র্যাকটিক্যালের নম্বর জমা করতে হবে।
গত কাল অর্থাৎ ৮ই নভেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এবিষয়টির সম্পর্কে জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে করা হবে তার নম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে আপলোড করতে হবে।
এক্ষেত্রে আগামী ৪ই ডিসেম্বর থেকে শুরু করে আগামী ৩১শে ডিমসেম্বর ২০২৩ এর মধ্যে ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে এর নম্বর স্কুল গুলিকে অনলাইন পোর্টালের মাধ্যমে আপলোড করতে হবে।
এবিষয়ে স্কুলগুলির উদ্যেশে সংসদ আরও জানাই যে, ১ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রার্থীদের প্র্যাকটিক্যাল নিতে হবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা নম্বর জমা করতে হবে।
এবিষয়ে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জানিয়েদি, উক্ত নির্দেশ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের কোনোরকম অতিরিক্ত কাজ করতে হবেনা। আগের নিয়মেই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে নম্বর জমা করার দায়িত্ব সম্পূর্ণ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের।
উক্ত বিজ্ঞপ্তির অফিসিয়াল লিংক ▶ ডাউনলোড করুন