PM Kisan যোজনার ১৫ তম কিস্তির অপেক্ষায় সারা দেশের কৃষকদের জন্য দারুন সুখবর আসছে। এই মাসের শেষের দিকেই ব্যাংকে আসবে ২০০০ টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী দীপাবলি-ভাই ফোঁটার পরেই চাষীদের অ্যাকাউন্টে পিএম কিষানের ১৫ তম কিস্তির ২০০০ টাকা স্থান্তরিত করবেনা পিএম মোদী।
তবে বেশকিছু বিষয় নিয়ে সর্তক না থাকলেই আপনার নাম বাদ পরে যেতে পারে পিএম কিষানের তালিকা থেকে। এবিষয়ে ইতিমধ্যেই DBT কৃষি বিহার ওয়েবসাইট থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫ তম কিস্তি নিতে গেলে সবার প্রথমে চাষীদের পিএম কিষান অ্যাকাউন্টের e-KYC করাতে হবে।
এক্ষেত্রে আপনার পিএম কিষান অ্যাকাউন্টে যদি e-KYC না করা থাকে তাহলে আপনি নিচে দেওয়া পদ্ধতিতে খুব সহজেই তা করে নিতে পারেবন।
- সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটারে https://pmkisan.gov.in/ পোর্টাল খুলতে হবে।
- এরপর নিচের দিকে গিয়ে Farmers Corner বিভাগের e-kyc বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর আপনার মোবাইলে Aadhar Ekyc-র পেজটা খুলবে।
- উক্ত পেজে আপনাকে আপনার আধার নম্বর এবং তারপর দেখানো ক্যাপচা কোড লিখতে হবে।
- ক্যাপচা কোড লেখার পর আপনাকে Search বিকল্পে ক্লিক করতে হবে।
- এর পরে, আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখতে হবে এবং গেট ওটিপি বোতামে ক্লিক করতে হবে।
- OTP আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো হবে।
- ওটিপিতে উক্ত ফর্মে দিয়ে Submit For Authentication বোতামে ক্লিক করতে হবে।
- Submit For Authentication বোতামে ক্লিক করার সাথে সাথেই আপনার পিএম কিষান অ্যাকাউন্টের e-KYC সফল হয়ে যাবে।
এক্ষেত্রে আপনি যদি এই কাজটি নিজে থেকে না পড়েন তাহলে আপনি আপনার নিকটবর্তী CSC কেন্দ্র অর্থাৎ কমন সার্ভিস সেন্টার থেকে এই কাজটি করতে পারবেন।