PM Kisan: মোদী সরকারের দীপাবলি উপহার, আসছে পিএম কিষানের কিস্তি, আপনার নাম আছে নাকি দেখে নিন

Check if your name is in the list of 15th installment of PM Kisan

PM Kisan এর ১৫ তম কিস্তির আপডেটের জন্য অপেক্ষারত লক্ষ লক্ষ কৃষক এই মাসের শেষের দিকে সুসংবাদ পাবেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, নভেম্বরের শেষ নাগাদ PM Kisan যোজনার যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা করে আসতে চলছে।

PM Kisan স্কিম ২০১৯ সালে PM নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা হয়েছিল, যার লক্ষ্য হল কিছু চাষযোগ্য জমি সহ কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা। প্রকল্পের অধীনে, প্রতি বছর ৬০০০ টাকার করে প্রদান করে কেন্দ্র সরকার। এই ৬০০০ টাকা প্রতি তিন মাস অন্তরে ২০০০ টাকার কিস্তির রূপে চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পিএম কিষানের ১৫ তম কিস্তি আর কিছু দিনের মধ্যেই আসছে, তাই যাচাই করে নেওয়া উচিত যে, আপনার নাম ১৫ তম কিস্তির লিস্টে আছে নাকি। কারণ বেশকিছু কারণে গত কয়েক মাস ধরে দেশের হাজার হাজার চাষীর অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা ঢুকছেনা। নিচে দেওয়া পদ্ধতিতে আপনি আপনার নাম পিএম কিষানের ১৫ তম কিস্তির তালিকায় আছে নাকি যাচাই করতে পারবেন।

  • সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলে পিএম কিষানের পোর্টাল https://www.pmkisan.gov.in/ খুলতে হবে।
  • এরপর উক্ত পোর্টালের একটি নিচের দিকে গিয়ে দেখতে পাবেন যে, “Beneficiary List’ বলে একটি বিকল্প দেওয়া রয়েছে। ওই বিকল্পে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার মোবাইলে একটি ফর্ম আসবে উক্ত ফর্মে আপনার রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রাম বেছে নিয়ে Get Report বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইলে আপনার গ্রামের পিএম কিষানের সমস্ত সুবিধাভোগীর তালিকা চলে আসবে।
  • এক্ষত্রে প্রথম পাতায় আপনার নাম না থাকলে আপনাকে দ্বিতীয়, তৃতিয় পাতা সহ সব পাতায় আপনার নাম সন্ধান করতে হবে।

উক্ত তালিকায় আপনার নাম থাকলেই জানবেন অতি শীঘ্রই আপনার অ্যাকাউন্টে পিএম কিষানের ১৫ তম কিস্তি আসতে চলেছে। আর যদি আপনার নাম উক্ত তালিকায় না থাকে তাহলে অতি শীঘ্রই আপনাকে নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে বিষয়টিকে সমাধান করতে হবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন