রাইট টু ইনফরমেশনের একটি অনুরোধের জবাবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এদিন একটি বড়সড় খোলাসা করলো। দেশ জুড়ে নিষ্ক্রিয় করা হয়েছে ১১.৫ কোটি প্যান কার্ড। জানা যাচ্ছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করতে পারার কারণে সাড়ে ১১ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে।
জানিয়েদি যে, আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল যে, গত ৩০শে জুন ২০২৩ এর মধ্যে দেশের সকল নাগরিককে তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে। এক্ষেত্রে যারা এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেননি তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের এক্টিভিস্ট চন্দ্র শেখর গৌরের আরটিআই প্রতিক্রিয়া থেকে জানা গেছে যে, ভারতের ৭০.২৪ কোটি প্যান কার্ডধারীর মধ্যে, ৫৭.২৫ কোটি প্যান কার্ড সফলভাবে আধারের সাথে সংযুক্ত করা হয়েছে।
এই হিসাবে প্রায় ১২ কোটির বেশি প্যান কার্ড আধার কার্ড লিংক করা হয়নি। যার কারণে প্রায় ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এক্ষেত্রে আরও জানানো হয় যে, ১০০০ টাকার জরিমানা দিয়ে এই প্যান কার্ড গুলিকে সক্রিয় করার যাবে।
এক্ষেত্রে আপনার প্যান কার্ডের সহজ আধার কার্ড সঠিক ভাবে লিংক করা আছে নাকি যাচাই করেনিন:
- সবার প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং এর অফিসিয়াল পোর্টাল www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে।
- এরপর হোমপেজের বাম দিকে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর আপনার ফোনে একটি ফর্ম আসবে, উক্ত ফর্মে আপনার প্যান নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।
- এরপর ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ ক্লিক করলেই আপনার প্যান কার্ডের স্টেটাস দেখিয়ে দিবে।