Western Railway Recruitment: স্পোর্টস কোটায় ৬৪ টি পদে চাকরির সুযোগ, ওয়েস্টার্ন রেলওয়েতে চলছে নিয়োগ

Western Railway has 64 job vacancies under sports quota

স্পোর্টস কোটায় Western Railway নিয়ে এসেছে চাকরির দারুন সুযোগ। মোট ৬৪ টি খালি পদে বিভিন্ন খেলার সঙ্গে জড়িত খেলোয়াড়দের নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ের ওয়েস্টার্ন রেলওয়ে বিভাগ। আসুন বিস্তারিত জেনেনি এই নিয়োগ সম্পর্কে।

গত ৩০শে অক্টবর ওয়েস্টার্ন রেলওয়ের তরফে থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা জানানো হয় যে, গ্ৰুপ C এবং গ্ৰুপ D মিলিয়ে মোট ৬৪টি খালি পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্টার্ন রেলওয়ে। এক্ষেত্রে এই ৬৪ টি পদের মধ্যে গ্ৰুপ C এর অন্তর্গত ২১ টি পদে এবং গ্ৰুপ D এর অন্তর্গত ৪৩ টি খালি পদে স্পোর্টস পার্সন দের নিয়োগ করা হচ্ছে।

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাথলেটিক্স, হোকি, খোখো, ফুটবল, ক্রিকেট, হ্যান্ড বল, ওয়েট লিফটিং সহ বিভিন্ন খেলোয়াড়দের উক্ত ৬৪ টি খালি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদন করার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে a বিভাগের পদ গুলির জন্য প্রার্থীকে ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে। b বিভাগের পদের জন্য পার্থীকে ন্যূনতম ম্যাট্রিকুলেশন পাশ হতে হবে এবং C বিভাগের প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমার ক্ষেত্রে প্রার্থীকে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে বলে জানিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে।

স্পোর্টস কোটায় উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC/ST/Ex-servicemen/Person with Disability/ Women/Minoritie প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

অনলাইন আবেদন পক্রিয়া কাল থেকে অর্থাৎ ১১ই নভেম্বর ২০২৩ থেকে শুরু হবে এবং ৯ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। আবেদন https://www.rrc-wr.com/ পোর্টালের মাধ্যমে করতে হবে।

আবেদনের অফিসিয়াল পোর্টাল ▶ ক্লিক করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন