Central Bank of India Recruitment: ১৯২ টি খালি পদে নিয়োগ চলছে সেন্ট্রাল ব্যাংকে, শীঘ্রই আবেদন করতে হবে

Recruitment of 192 vacancies is going on in Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই চাকরির দুর্দান্ত সুযোগ, ১৯২ টি অফিসারের পদে নিয়োগ করতে চলছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে আবেদনের শেষ তারিখ একদম কাছে চলে এসেছে। আগ্রহী প্রার্থীদের ১৯শে নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন। অর্থাৎ হাতে আর মাত্র ৩ থেকে ৪ দিন সময় আছে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি, রিস্ক ম্যানেজার, ল অফিসার সহ বিভিন্ন পদের মোট ১৯২ টি পদে নিয়োগ করা হচ্ছে। এবিষয়ে কোন পদে নির্দিষ্ট কত পরিমান খালি পদে নিয়োগ হবে তা জানার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি চেক করতে পারেন। নিম্নে সংক্ষেপে এই নিয়োগ সম্পর্কে দেওয়া রয়েছে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই ১৯২ টি পদের মধ্যে ইনফরমেশন টেকনোলজি স্কেল V এর ১টি পদে, রিস্ক ম্যানেজার স্কেল V এর ১টি পদে, রিস্ক ম্যানেজার স্কেল IV এর ১টি পদে, ইনফরমেশন টেকনোলজি স্কেল III এর ৬টি পদে, আর্থিক বিশ্লেষক স্কেল III এর ৫টি পদে, তথ্য প্রযুক্তি স্কেল II এর ৭৩টি পদে, আইন কর্মকর্তা স্কেল II এর ১৫টি পদে, ক্রেডিট অফিসার স্কেল II এর ৫০টি পদে, আর্থিক বিশ্লেষক স্কেল II এর ৪টি পদে, CA -অর্থ ও হিসাব/জিএসটি/ইন্ড এএস/ব্যালেন্স শীট/ট্যাক্সেশন স্কেল II এর ৩টি পদে, তথ্য প্রযুক্তি স্কেল I এর ১৫টি পদে, নিরাপত্তা অফিসার স্কেল I এর ১৫টি পদে, রিস্ক ম্যানেজার স্কেল I এর ২টি পদে, লাইব্রেরিয়ান স্কেল I এর ১টি পদে নিয়োগ হচ্ছে।

উক্ত পদ গুলির শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার অনুগ্রহ করা হচ্ছে।

যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের ওয়েবসাইট, centralbankofindia.co.in/en/recruitments-এর নিয়োগ বিভাগে গিয়ে উক্ত পদ গুলিতে আবেদন করতে পারবে। এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৯শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

এক্ষেত্রে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ৮৫০ টাকা করে আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, PwBD প্রার্থীদের শুধুমাত্র ১৭৫ টাকা প্রদান করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন