AIIMS Recruitment: AIIMS এর বিভিন্ন পদে চাকরির দুর্দান্ত সুযোগ, ৩০শে নভেম্বরের মধ্যে করুন আবেদন

AIIMS has great job opportunities in various posts

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) – বিলাসপুর অধ্যাপক, অতিরিক্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য জারি করেছে চাকরির আমন্ত্রণ। আগ্রহী প্রার্থীরা AIIMS বিলাসপুরের অফিসিয়াল ওয়েবসাইট aiimsbilaspur.edu.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের আবেদনপত্রের হার্ড কপি ৬ ডিসেম্বর বা তার আগে জমা দিতে হবে।

AIIMS নিয়োগ 2023 আবেদন ফি: SC/ST শ্রেণীর জন্য আবেদন ফি হল ১১৮০ টাকা। এবং অন্য সব প্রার্থীদের জন্য, আবেদন ফি হল ২৩৬০ টাকা। PwD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না।

AIIMS-র এই নিয়োগ ড্রাইভটি ৮১টি শূন্যপদ পূরণের জন্য পরিচালিত হচ্ছে যার মধ্যে ২৪টি শূন্যপদ অধ্যাপক পদের জন্য, ১৪টি শূন্যপদ অতিরিক্ত অধ্যাপকের পদের জন্য, ১৬টি শূন্যপদ সহযোগী অধ্যাপকের পদের জন্য, ২টি শূন্যপদ রয়েছে। সহকারী অধ্যাপক পদের জন্য এবং চুক্তির ভিত্তিতে সহকারী অধ্যাপক পদের জন্য 3টি শূন্যপদ রয়েছে।

আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট aiimsbilaspur.edu.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে:

উপ-পরিচালক (প্রশাসন),
প্রশাসনিক ব্লক, 3য় তলা
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস
কোঠিপুরা, বিলাসপুর
হিমাচল প্রদেশ-174037

আবেদনের অফিসিয়াল পোর্টাল ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন