মধ্যপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি তার ইশতেহার প্রকাশ করেছে। এই ইশতেহারে অনেক বড় ঘোষণা করা হয়েছে। এবার বিজেপি সরকার সাধারণ জনগণ, দরিদ্র এবং কৃষক সহ সমাজের অনেক অংশের কথা মাথায় রেখে তাদের ইশতেহার তৈরী করেছে।
বিজেপি সরকার বলেছে যে তারা কৃষকদের কাছ থেকে ২৭০০ টাকা কেজি গম কিনবে এবং ধান প্রতি কুইন্টাল ৩১০০ টাকায় কিনবে। এর সঙ্গে এবারের ইশতেহারে কৃষকদের সস্তায় সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি সরকার।
কৃষকরা বার্ষিক ১২ হাজার টাকা করে পাবে বলে জানিয়েছে বিজেপি। জানানো হয়েছে যে, কিষাণ সম্মান নিধি এবং কিষাণ কল্যাণ যোজনার আওতায় কৃষকরা বার্ষিক ১২,০০০ টাকার সুবিধা পাবেন। এ ছাড়া এমপির কোনো পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী জন আবাস যোজনাও চালু করা হবে।
অন্যদিকে প্রিয় মা-বোনদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে যেখানে মহিলাদের আর্থিক সাহায্যের পাশাপাশি স্থায়ী বাড়িও প্রদান করা হবে বলে জানানো হয়েছে।