PM Kisan: জারি হয়ে গেলো পিএম কিষানের ১৫ তম কিস্তির দিন-ক্ষণ, কৃষকদের বিরাট উপহার দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

PM Kisan 15th installment schedule has been released

দীপাবলির পরেই, সারা দেশের কৃষকদের জন্য একটি বড় সুখবর এলো। আপনিও যদি PM Kisan এর ১৫ তম কিস্তির অপেক্ষায় থাকেন, তাহলে এখন এই অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। এবিষয়ে বিরাট বড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। ১৫ই নভেম্বর ১৫তম কিস্তির টাকা পেতে পারেন কোটি কোটি কৃষক।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর তার এক্স অর্থাৎ টুইটার প্রোফাইল থেকে পোস্টে লিখেছেন যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৫ই নভেম্বর পিএম কিষান সম্মান নিধির ১৫ তম কিস্তি DBT-এর মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন।

তবে এবিষয়ে জানিয়েদি, যে এবারের ১৫ তম কিস্তি সকলে পাবেন না, সম্প্রতি পিএম কিষান প্রকল্প থেকে বাদ পড়েছে হাজার হাজার সুবিধাভোগীর নাম। এমন পরিস্থিতিতে আপনার নামটি পিএম কিষানের ১৫ তম কিস্তির তালিকায় আছে নাকি দেখে নিন এই পদ্ধতিতে।

  • পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম আছে নাকি জানার জন্য আপনাকে সবার প্রথমে পিএম কিষানের পোর্টাল https://pmkisan.gov.in/ এ যেতে হবে।
  • এরপর একটু নিচের দিকে গিয়ে “Beneficiary List” বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইলে একটি ফর্ম খুলবে উক্ত ফর্মে আপনার রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রাম বেছে নিয়ে Get Report বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইলে আপনার গ্রামের পিএম কিষানের সমস্ত সুবিধাভোগীর তালিকা চলে আসবে।
  • উক্ত তালিকাতে আপনার নাম থাকলেই আপনি পিএম কিষানের ১৫ তম কিস্তির ২০০০ টাকা পাবেন।

এক্ষত্রে আপনার নাম যদি উক্ত তালিকায় না থাকে তাহলে আপনাকে পিএম কিষানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে আপনি [email protected] এ মেল করতে পারেন, অথবা হেল্পলাইন নম্বর 155261, 1800115526 বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন