প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তি নিয়ে বড়ো ঘোষণা করলো মোদী সরকার। কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি কৃষকের ব্যাঙ্কে ঢুকতে চলেছে ১৬ হাজার ৮০০ কোটি টাকা।
PM কিসানের ১৩ তম কিস্তির অপেক্ষায় থাকা চাষী ভাইদের জন্য বিরাট সুখবর নিয়ে এল মোদী সরকার। আজকে অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারিতেই আসবে PM কিসানের ১৩ তম কিস্তি টাকা। সম্প্রতি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এক টুইটার পেস্টের মাধ্যমে জানান যে আজ বিকেল ৩ টের সময় থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দিতে শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর গত ২৫শে ফেব্রুয়ারি এক টুইটার পেস্টের মাধ্যমে PM কিসানের ১৩ তম কিস্তির ঘোষণা করেন। তিনি তার টুইটার পেস্টে লিখেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলাগাভি, কর্ণাটক থেকে কিষাণ সম্মান নিধি যোজনা ১৩ তম কিস্তি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২৭শে ফেব্রুয়ারি বিকেলে ৩টে থেকে দিতে শুরু করবেন।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর তার টুইটার পেস্টে আরো জানান যে এখনো পর্যন্ত যে সব চাষী এই প্রকল্পে নথিভুক্ত হয়নি তারা pmevents.ncog.gov.in পোর্টাল থেকে নথিভুক্ত হতে পারেন।
Duare Sarkar: দুয়ারে সরকারের পর চালু হলো দুয়ারে আইনি পরামর্শ।
প্রসঙ্গত আজ বিকালে কর্ণাটকের বেলাগাভিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি থেকেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী PM কিসানের ১৩ তম কিস্তি টাকা প্রায় ১০ কোটি চাষীর অ্যাকাউন্টে দিতে চলেছেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত চাষীরা এর আগে ১২ বার PM কিসানে কিস্তি পেয়েছে। এর মধ্যে ২০২২ সালের অক্টোবর মাসে PM কিসানের শেষ কিস্তি পেয়েছিলো চাষীরা। মূলত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অন্তর্গত চাষীরা প্রত্যেক বছর ৩ বার করে ২০০০ টাকার আর্থিক সুবিধা পায়। এবছরে প্রথম কিস্তি আজকে অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হচ্ছে।
এই ধরেন আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রূপে যুক্ত হন।