Cable Tv Issue: অবশেষে চালু হলো কেবল টিভি। কিন্তু কতটা বাড়লো টিভি চ্যানেল গুলির দাম, দেখেনিন।

সম্প্রতি বেশকিছু জটিলতার কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়েছিল কেবল টিভি। তবে গত বৃহস্পতিবার থেকে আসার আলো দেখা গেছে বেশকিছু এলাকায়। গত বৃহস্পতিবার রাত্রি থেকে বাড়িতে বাড়িতে চালু হয়েছে টিভি। তবে এই খুশির মধ্যেও আছে একটি দুঃখের খবর। সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে বাড়তে পারে কেবল টিভি চ্যানেলের দাম।

প্রসঙ্গত টেলিকম নিয়ন্ত্রক সংস্থা মাসুল বাড়ানোর জন্য দেশের বড়ো বড়ো ব্রডকাস্টিং নেটওয়ার্ক যেমন ডিসনি স্টার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস ও সোনি পিকচার্স নেটওয়ার্ক তাদের চ্যানেলের দাম বাড়িয়ে দেয়। তবে এই মূল্যবৃদ্ধির বিষয়টি দেশের কেবল সংস্থা গুলি মেনে নেয়নি। যার ফলে ব্রডকাস্টিং নেটওয়ার্ক গুলি তাদের ফিড কেবল অপারেটরদের দেওয়া বন্ধ করে দেয়।

Cable Tv: বন্ধ হলো কেবল টিভি! জেনেনিন আপনার প্রিয় কেবল চ্যানেল গুলির বন্ধ হওয়ার কারণ।

তবে ব্রডকাস্টিং নেটওয়ার্ক এবং কেবল সংস্থা গুলির এক বৈঠকের পর দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে চালু হয়েছে কেবল টিভি। এই দিন দিল্লিতে এক বৈঠকে ব্রডকাস্টিং নেটওয়ার্ক এবং কেবল সংস্থা গুলির মধ্যে থাকা জটিলতা গুলির সমাধান হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন শর্তে এই জটিলতার সমাধান হয়েছে তা এখনো অফিসিয়াল ভাবে জানা যায়নি। সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে, কেবল সংস্থা গুলি ব্রডকাস্টিং নেটওয়ার্ক গুলির দাম বৃদ্ধির শর্ত মেনে নিয়েছে। যদি এমটাই হয় তাহলে বাড়তে চলেছে আপনার মাসিক কেবলের বিল।

বিশেষজ্ঞরা বলছেন যে আপনার কেবল টিভির মাসিক খরচ প্রায় ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে চলেছে। তার মানে আপনি যদি এতদিন প্রতিমাসে ৩০০ টাকার কেবলের বিল দেন তাহলে আপনাকে এখন প্রতিমাসের প্রায় ৩৩০ থেকে ৩৪৫ টাকা দিতে হবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন