এই মুহূর্তের বড়ো খবর, প্রথম শ্রেণিতে বাচ্চাদের ভর্তি করার বয়স নিয়ে বড়ো ঘোষণা করলো মোদী সরকার। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম শ্রেণিতে বাচ্চাদের ভর্তি করার ন্যূনতম বয়স ৬ বছরের বেশি হতে হবে বলে জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
বাচ্চার বয়স যদি ন্যূনতম ৬ বছর না হয় তাহলে কোনো সরকরি অথবা বেসরকারি স্কুল তাদের প্রথম শ্রেণীতে ভর্তি নিতে পারবে না। প্রসঙ্গত দেশের বিভিন্ন রাজ্যে ক্লাস ওয়ানে ভর্তি করার ন্যূনতম বয়স ৫ বছর। তবে এই শিক্ষা বর্ষ থেকে তা পরিবর্তন করে ৬ বছর করার নির্দেশ দিলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
ন্যাশেনাল এডুকেশন পলিসি লঞ্চ হওয়ার পর থেকে কেন্দ্র কয়েক বার রাজ্য গুলিকে এবিষয়ে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত ২০২২ এর লোকসভার একটি রিপোর্ট অনুযায়ী এমন ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে বাচ্চার বয়স ৬ বছর হওয়ার আগেই তাদের প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়। বর্তমানে মূলত এই ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে উদেশ্য করেই জারি করা হলো নতুন নির্দেশ।
এপ্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, এই ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে আসাম, গুজরাট, পুদুচেরি, তেলেঙ্গানা এবং লাদাখে পাঁচ বছর বয়সী শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং কেরালায় পাঁচ বছরের উর্ধের শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারে।
ভিন্ন ভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বাচ্চাদের প্রথম শ্রেণিতে ভর্তি করার বয়স ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ইন্টারস্টেট প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও নসেনাল পরীক্ষা গুলিতে বয়স নিয়ে সমস্যা হয় পরীক্ষার্থীদের। এবং এই সমস্যার সমাধান করার জন্যই কেন্দ্র বাচ্চাদের প্রথম শ্রেণিতে ভর্তি ন্যূনতম বয়স ৬ বছর করার সিদ্ধান্ত নিয়েছে।
PM Kisan: হোলির আগেই আসবে পিএম কিষাণের টাকা। কৃষকদের জন্য হোলির উপহার নিয়ে আসছে মোদী সরকার।
এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে আরো একটি পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বাচ্চাদের প্রথম শ্রেনীতে ভর্তি করার আগে ২ বছরে প্রাক স্কুল শিক্ষা দেওয়ার অনুরোধ করেছে।