AAI Recruitment: ভারতীয় বিমানবন্দরে চাকরির দুর্দান্ত সুযোগ, ৪৯৬ টি খালি পদে চলছে নিয়োগ

Airports Authority of India is recruiting 496 vacancies

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ পদের ৪৯৬ টি পদে নিয়োগ করছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ৪০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৪০ হাজার টাকার বেতনে করা হচ্ছে এই নিয়োগ। আসুন জেনেনি এই চাকরিতে আবেদন করার যোগ্যতা, পদ্ধতি ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলির বিষয়ে।

Airports Authority of India অর্থাৎ ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ দ্বারা এদিন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের জুনিয়র এক্সিকিউটিভের ৪৯৬ টি খালি পদে নিয়োগ করা হচ্ছে। এই ৪৯৬ টি পদের মধ্যে ১৯৯ টি পদ আনরিজার্ভ শ্রেণীর, ৪৯ টি পদ EWS শ্রেণীর, ১৪০ টি ওবিসি, ৭৫ টি এসসি, ৩৩ টি এসটি এবং ৫টি পদ PwBD শ্রেণীর পার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

এক্ষত্রে এই চাকরির শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পার্থীকে ন্যূনতম বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে B.Sc পাশ হতে হবে। অথবা পার্থীর কাছে ন্যূনতম ইঞ্জিনিয়ারের ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি পার্থীকে স্পোকেন এবং রিটেন ইংলিশেও পারদর্শী হতে হবে বলে জানিয়ে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে বয়সের দিক থেকে জানানো হয়েছে যে, আবেদনকারী পার্থির বয়স ২৭ বছরের বেশি হয় যাবে না। তবে এসসি, এসটি পার্থীদের জন্য ৫ বছর ওবিসি পার্থীদের জন্য ৩ বছর এবং PwBD পার্থীদের জন্য ১০ বছরের বয়সসীমায় ছাড় রয়েছে বলে জানানো হয়েছে।

ইচ্ছুক পার্থীরা Airports Authority of India-র অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার জন্য পার্থীদের ১০০০ টাকার আবেদন ফি পে করতে হবে। এক্ষেত্রে এসসি, এসটি, PwBD এবং মহিলা পার্থদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

জানিয়েদি যে, আবেদন পক্রিয়া পয়লা নভেম্বর ২০২৩ থেকে শুরু করে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। ইচ্ছুক পার্থীদের নিচে দেওয়া পোর্টাল থেকে এই সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।

আবেদন করুন ▶ ক্লিক করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন